Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

        সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। সন্দ্বীপে এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবীখ্যাত ছিল। সন্দ্বীপের রুপে মুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি, সাহিত্যিক, ঐতিহাসিক পর্যটক এসেছেন এখানে। কবি আব্দুল হাকিম, কমরেড মোজাফ্ফর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান উদ্যোক্তা বেলাল মোহাম্মদসহ অনেক কবি, সাহিত্যিক, সজাজকর্মী, রাজনীতিবিদ এ দ্বীপে জন্মগ্রহণ করেছেন। ১৯২৯খ্রিষ্টাব্দে ২৮শে জানুয়ারী কাজী নজরুল ইসলাম রাজনীতিবিদ কমরেড মোজাফ্ফর আহাম্মেদের সাথে সন্দ্বীপ আসেন এবং সন্দ্বীপ ভ্রমণের সময়কালের স্মৃতির পটভুমিকাতেই কাজী নজরুল ইসলাম তাঁর মধুবালা গীতিনাট্য রচনা করেন। ১৯৬৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্দ্বীপ থেকে বাঙ্গালীর মুক্তির সনদ ৬ দফার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। ১৯৭১ সালে এ উপজেলা ১নং সেক্টরের অধীন ছিল। সন্দ্বীপের নামকরণ নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত শুনা যায়। কারও কারও মতে বারো আউলিয়ারা চট্টগ্রাম যাত্রার সময় এ দ্বীপটি জনমানুষহীন অবস্থায় আবিষ্কার করেন এবং নামকরণ করেন শূন্য দ্বীপ যা পরবর্তীতে সন্দ্বীপে রূপ নেয়।

মূল ভূ-খন্ড হতে বিচ্ছিন্ন দুস্তর পারাবারের একটি দ্বীপ। বিচ্ছিন্ন হলেও দ্বীপটির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য অনেক পুরোনো। কবি আব্দুল হাকিম, কমরেড মোজাফফর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান উদ্যোক্তা বেলাল মোহাম্মদসহ অনেক কবি, সাহিত্যিক, সমাজকমী, রাজনীতিবিদ এদ্বীপে জন্মগ্রহণ করেছেন। দ্বীপটি মুক্তিযোদ্ধার দ্বীপ। এই দ্বীপে প্রায় ১১শত অকুতভয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আছে। প্রতি-নিয়ত জীবন ধারণের তাগিদে ঝঞ্চাবিক্ষুদ্ধ সমুদ্র পাড়ি দিতে হয় বলে সন্দ্বীপবাসী সংগ্রামী, সাহসী ও পরিশ্রমী। জনপদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানের ফলে অথনৈতিকভাবে দ্বীপটি সমৃদ্ধশালী হলেও অধিকাংশ মানুষ এখনও স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন সুবিধা হতে বঞ্চিত। প্রশাসনিকভাবে দ্বীপটি ১৯৫৪ সালে নোয়াখালী জেলা থেকে আলাদা হয়ে চট্টগ্রাম জেলার অন্তভূক্ত হয়। বতমানে এটি একটি স্বতন্ত্র সংসদীয় আসন।

অবিরত নদী ভাঙ্গনের ফলে দ্বীপটি ক্রমশ ছোট হযে আসছে। বাস্তুহারা নদীভাঙ্গা অশিক্ষিত দরিদ্র মানুষের আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে চলছে। তথ্য-প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দ্বীপটির প্রতি ঘরে ঘরে সেবা পৌছে দেয়া উপজেলা প্রশাসনের লক্ষ্য ।

উপজেলা নির্বাহী অফিসার

সন্দ্বীপ, চট্টগ্রাম